মহান ২১ শে ফেব্রুয়ারী ভাষা মাস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাতৃভাষায় কবিতা ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় সময়ে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এর সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে বিশিষ্ট আবৃত্তি শিল্পী প্রতিভা ত্রিপুরার সঞ্চালনায় ও বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কবি মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা, জেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এর ভারপ্রাপ্ত উপপরিচালক জীতেন চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা পরিষদে জনসংযোগ কর্মকর্তা কবি চিংলামং চৌধুরী, খাগড়াছড়ি কালচারাল লাইসিয়াম এর সভাপতি এবং কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান।
এইছাড়াও আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ন সদস্য সচিব বাচিকশিল্পী ফারুক তাহের, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য বাচিকশিল্পী প্রণব চৌধুরী, বাচিক শিল্পী বন কুসুম বড়ুয়া।
আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় আবৃত্তি করেন বিভিন্ন বয়সের শিল্পীরা।
এফআর/অননিউজ