খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ওরফে রাসেল (২৭) মুক্তির দাবীতে আগামীকাল মঙ্গলবার খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ সোমবার সংগঠনটির উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম মাসুম রানা, আসাদ উল্লাহ প্রমুখ।
গত ৯ নভেম্বর বাগান দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হন ব্যবসায়ী মো শফিকুল ইসলাম রাসেল। পরে মুঠোফোনে রাসেলের মুক্তিপণ দাবী করা হয়। দাবীকৃত টাকা পরিশোধ করা হলেও এখনো তাকে মুক্তি দেয়া হয়নি।
এফআর/অননিউজ