খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে বানভাসী ৮শত পরিবারের ফুড প্যাকেজ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে বন্যায় দূর্গত ৮শত পরিবারের ফুড প্যাকেজ বিতরন করা হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট এর আয়োজনে রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস প্রাঙ্গনে দক্ষিন পূর্বাঞ্চলের আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী ৮শত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদরের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল।

প্রধান অতিথি বক্তব্য জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেছেন এই বন্যায় মানুষের অপ্রত্যাশিত ক্ষতি হয়েছে। যে ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজন দীর্ঘ সময়ের। এই আয়োজনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ক্ষানিক হলেও পুষিয়ে নিতে পারবে তাদের ক্ষতি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সর্বদা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এস অনন্ত বিকাশ ত্রিপুরা, রেড ক্রিসেন্টের সেক্রেটারি সাইফুল্লাহ মোহাম্মদ, খাগড়াছড়ি প্রেসক্লাবে সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, এ্যাডভোকেট , খাগড়াছড়ি প্রেসক্লাবে সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিনসহ খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সদর শাখার প্রতিনিধিসহ স্বেচ্ছাসেবক বৃন্দ।

আরো দেখুনঃ