খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা প্রাপ্ত উপকারভোগীদের নিয়ে বিশাল সমাবেশ করেছে খাগড়াছড়ি় পার্বত্য জেলা পরিষদ।
বুধবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়াম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠান শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্ম দিন কেক কেটে পালন করেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সারাদেশের ন্যায়, খাগড়াছড়ি সদর উপজেলায় ও শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সরকার ধারাবাহিক প্রনোদনা প্রদান অব্যাহত রেখেছে, শেখ হাসিনা সরকারের সময়ে কোন মানুষ গৃহহীন থাকবেন না। গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা, তাদের কোন সরকার মূল্যায়ন করেনি। একমাত্র শেখ হাসিনা সরকার তাদের মূল্যায়ন করেছেন। দেশের উন্নয়ন করতে নৌকার বিকল্প নেই মন্তব্য করে এ দেশকে এগিয়ে নেয়ার জন্য তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আ.লীগে যুগ্ন সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা,জেলা পরিষদের সদস্য মাইনুউদ্দিন, জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা, জেলা আ.লীগে সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো মারমা, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা। সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজিত ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, নেত্রী বাঁশরী মারমা খাগড়াছড়ি জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জেলা, উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক নিরাপত্তার আওতায় স্বুধিাভোগীরা এতে অংশ নেয়।
এফআর/অননিউজ