খাগড়াছড়িতে সিএমএসএম ই উদ্যোগ সমূহে ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন বিষয়ক কর্মশালা
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা, ব্যাংকারদের নিয়ে সিএমএসএম ই উদ্যোগ সমূহে ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন বিষয়ক কর্মশালা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক খাগড়াছড়ি শাখার আয়োজনে খাগড়াছড়ি পর্যটন মোটেল কনফারেন্স হলে CMSME উদ্যোগ সমূহে ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন বিষয়ক কর্মশালা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখায় নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা।
বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আ. ছ. ম. জাবেরুছ ছালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে মহাব্যবস্থাপক মো: কামরুল ইসলাম, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সভাপতি মো: লিয়াকত আলী চৌধুরী, খাগড়াছড়ি সোনালী ব্যাংকের এজিএম সমর কান্তি ত্রিপুরা প্রমুখ।
বর্তমান বাজারে ব্যবসায়ীরা লোন ছাড়া ব্যবসা করা অসম্ভব সেক্ষেত্রে লোন নিয়ে যারা ব্যবসা করে তাদের সুদের হার কমানো হলো উদ্যোক্তারা উপকার হবে, সেক্ষেত্রে দ্রুত পরিশোধ করবে, ব্যাংকের লাভ হবে।
আর যারা লোন গ্রহন করে তারাও পরিশোধের মনমানসিকতা থাকতে হবে।
এসময় খাগড়াছড়ি জেলার সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক বৃন্দ, উদ্যোক্তাবৃন্দ, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।