খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়েছে। এর আগেই র্যালী বের হয়, র্যালীটি জেলায় শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা, মংনু মারমা বলে, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাচ্চু চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিটন তালুকদার, পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিমসহ খাগড়াছড়ি আওয়ামী লীগের জেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ