খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ভাঙ্গাব্রীজ থেকে আনন্দর্যালী বের হয়ে জিয়া ভাস্কর্যে ফুলের তোড়া অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে নেতাকর্মীরা।
পরে টাউনহল মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি প্রবীণ চন্দ চাকমা।
আলোচনা সভা শেষে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, মংসুথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, মতেন ত্রিপুরাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।