খাগড়াছড়ি থেকে পাচারের সময় ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় মদ পাচারে ব্যবহৃত পিকআপ জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোবারক হোসেন ও নাসির উদ্দীন।
শনিবার দুপুরে জেলা সদেরর কৈবল্যপীট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হচ্ছে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, পিকআপে করে কৌশলে চোলাই মদ বহন করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলা সদেরর চেঙ্গী ব্রীজ সংলগ্ন মহাসড়কের উপর সন্দেহ হওয়ায় একটি মালবাহী একটি পিক-আপ দাঁড় করিয়ে জিজ্ঞসাবাদ করা হলে চোলাই মদের সন্ধান মেলে।
পরে ২৫ টি কন্টেইনার ভর্তি ১ হাজার ৪০ লিটার মদসহ গাড়ির চালক, সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও বলেও জানান তিনি।
এফআর/অননিউজ