খাগড়াছড়িতে ৩২ লাখ টাকার বিদেশি সিগারেটসহ একটি মালিক বিহীন মিনি ট্রাক জব্দ করছে পুলিশ।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। এর আগে শনিবার বিকেলে জেলা সদরের জামতলী এলাকা হতে এসব সিগারেট জব্দ করা হয়।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৬শত কার্টন বক্সে বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অজ্ঞাতনামা চোরাকারবারিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এফআর/অননিউজ