খাগড়াছড়ি জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক শুভ উদ্বোধন করেন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা।
শনিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে ৩৩ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন তিনি।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, খাগড়াছড়ি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ, পরিষদের সদস্য বৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আই/অননিউজ২৪।।