মহালছড়ির চৌংড়াছড়িতে প্রথবারের মতো নারী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ বলি খেলায় লাকী মারমাকে হারিয়ে বিজয়ী হয়েছেন ক্রাঞো মারমা।
সুইচিংমং মারমা(কার্বারী) ও মাচিং মারমা পরিবারবর্গ আয়োজনে মারমাদের মাহাঃ সাংগ্রাই উপলক্ষ্যে নিজ পরিবারের অর্থায়নে গ্রামবাসী সহযোগিতায় চৌংড়াছড়ি হেডম্যান পাড়া মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় শুরু হওয়া বলি খেলা দেখতে ৩টার আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি জাতিগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোররা হেডম্যান মাঠে উপস্থিত হয়ে ভিড় জমাতে থাকেন। বলি খেলা দেখতে আসেন স্থানীয় বাঙালিরাও। বলি খেলার সময় দর্শকদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ফুটে উঠেছে।
খেলায় স্থানীয় গ্রামবাসী ৮ জন মহিলা বলি অংশ নেন। বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মাচিং মারমা বলেন, এসব নারী বলি খেলার আয়োজনের মাধ্যমে গ্রাম পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হবে, জাতীয় পর্যায়ে খেলতে উৎসাহ পাবে।
বলি খেলার আয়োজক সুইচিংমং মারমা(কার্বারী) বলেন, মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উপলক্ষে তৃণমূলের পর্যায়ে পিছিয়ে পড়া নারী বলিদের উৎসাহ দিতে এ আয়োজন। স্বর্তপূর্ত ভাবে স্থানীয় নারী বলি অংশ গ্রহণে মহালছড়ি এলাকাবাসী মানুষেরা খুশি হয়েছে।
শাপলা মারমা বলেন, আমরা খুবই আনন্দিত ও গর্বিত। নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছে, কিন্তু সুইচিংমং মারমা(কার্বারী উদ্যোগে প্রতিবছর পুরুষ বলি খেলা দেখতে পায়। এবছরে নারীরা বলি খেলা অংশ গ্রহণ দেখতে পেয়ে আমি মহিলা হিসেবে আমরা খুবই গর্বিত।
এসময় সুইচিংমং মারমা(কার্বারী), মাচিং মারমা, মেম্বার অংহ্লা মারমা, সাবেক মেম্বার রাজ চন্দ্র, শাপলা মারমাসহ এলাকার গণ্যমান্যরা ব্যক্তিবৃন্দরা উপস্থিত ছিলেন।