সংগঠনের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ এর ডাকে দিনব্যাপী সাধারণ ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে সকাল থেকে পানছড়ি উপজেলার আন্ত: সড়কগুলোতে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পানছড়ি বাজারে দোকানপাঠ খোলা থাকলেও অন্যান্য এলাকায় দোকানপাঠও খোলেনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম জানান, অবরোধ চলাকালীন যাতে কোন ধরনের অপ্রীতকর ঘটনা না ঘটে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।
একই দাবীতে আগামীকাল খাগড়াছড়ি পুরো জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ ৪ নেতা।
এফআর/অননিউজ