খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়িতে একটি পিসি গার্ডার ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মহালছড়ি-লংগদু সড়কে চেঙ্গীনদীর উপর ৯৬ ফুট দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এছাড়াও ৭ কিলোমিটার দীর্ঘ দু'টি সড়ক এবং মহালছড়ি সরকারি কলেজের একটি নতুন ভবনের উদ্বোধন করেন করেন তিনি। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়।
এদিকে দুপুরে মহালছড়ি সরকারি হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। রতন কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথি শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টায় দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর হচ্ছে।
তিনি আরো বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার সব জায়গাতে আছে। আকাশে, নদীতে, সাগরে, মাটির নিচে, শেখ হাসিনা দৃশ্যমান হয়ে আছে। ভূমিহীন মানুষকে ভূমি সহ ঘর দিয়েছে শেখ হাসিনা। তাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমাদেরকে সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সকলে মিলে মিশে এক হয়ে কাজ করতে হবে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, জেলা আওয়ামী লীগ নেতা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী মো: বেলাল হাসান, জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য আব্দুল জব্বারসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী।
এফআর/অননিউজ