খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ডেঙ্গু রোগ পরিক্ষার ভারতীয় কীট,এ্যাম্পুল সহ ৬ জনকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা থানায় প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, গতকাল দুপুরে সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ ছালেহ এর তত্বাবধানে মাটিরাঙ্গা থানা পুলিশের চৌকস দলের অভিযানে একটি মাইক্রোবাস সহ অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ডেঙ্গু রোগ পরিক্ষার ভারতীয় কীট,এ্যাম্পুল সহ ছয়জনকে আটক করেছে। আটককৃত মালামালের প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা, মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো: শরীফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, চোরাকারবারী সহ যে কোন অপরাধ দমনে খাগড়াছড়ি জেলা পুলিশের গোয়েন্দা তৎপরতা সহ সকল আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
এফআর/অননিউজ