খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারী কর ফাঁকি অবৈধ পথে আসা ৬ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সোমবার (৮ মে ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাদ্দাম হোসেন ও এস আই মাসুদুর রহমান পাটোয়ারীর নেতেৃত্বে বিশেষ অভিযানে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জন্তুর আলী পাড়ার জনৈক শাহিনুর আলম শাকিল এর টিলার ঢাল সংলগ্ন বাঁশঝাড়ের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় চার বস্তা (১লক্ষ ২৮হাজার পিচ )ঔষধ জব্দ করা হয়। যার বর্তমান বাহার মূল্য প্রায় ৬লক্ষ ৪০ হাজার টাকা। মাটিরাঙ্গা থানা অফিসার ইচার্জ মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,যে কোন ধরণের অপতৎপরতা নিয়ন্ত্রে মাটিরাঙ্গা থানা পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।
শান্ত/অননিউজ