খাগড়াছড়ির ৩২ বিজিবি কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারে আর্থিক অনুদান ও ঢেউ টিন প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারকে আর্থিক অনুদান ও ঢেউ টিন প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকালে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ভবনের সামনে আর্থিক অনুদান ও ঢেউ টিন প্রদান করেন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন।

এসময় বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ