খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে পৌর এলাকায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ৬শ পরিবারের মধ্যে ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’’ হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভা ভবনে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া,পৌরসভার প্যানেল মেয়র মো: শাহ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বাংলাদেশ বেতারকে জানান, খাগড়াছড়িতে পৌর এলাকায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের মাঝে বিতরণকৃত এ ফুড প্যাকেজের মধ্যে রয়েছে, ১০ কেজি মিনিকেট চাল, ১কেজি দেশি মশুর ডাল, ১কেজি আয়োডিন যুক্ত লবন, ১কেজি চিনি, ১লিটার ভোজ্য তেল (সয়াবিন তেল), ১০০ গ্রাম মরিচের গুড়া, ২০০গ্রাম হলুদের গুড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।
জানাগেছে , দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এসব ‘‘ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য এ প্যাকেজ তৈরি করা হয়েছে।
এফআর/অননিউজ