৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসারসহ পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তনে প্রিজাইডিং অফিসার হাতে হাতে ব্যালট বাক্স,স্টাম্প প্যাড, অফিসিয়িাল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপলার পিন পাঠানো হয়। প্যাড, অফিসিয়িাল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপলার পিন দিয়ে পাঠানো হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, খাগড়াছড়ির ২৯৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন। গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩হাজার ৬০৩জন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: সহিদুজ্জামান সাথে কথা বলে জানা গেছে, খাগড়াছড়ি ১৯৬ ভোট কেন্দ্রে প্রথম ধাপে ৯৮টি কেন্দ্রতে আনুষ্ঠানিকভাবে ভাবে বাক্স গুলো পাঠিয়ে দেয়া হচ্ছে। বাঁকী গুলো পাঠানো হবে নির্বাচনী দিন সকালে।
এপআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com