বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ১ টি মাত্র আসনে (২৯৮) মনোনয়পত্র জমা দিয়েছেন ৭ জন ।
ইতোমধ্যে প্রার্থীরা দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দানের প্রক্রিয়া শেষ করেছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে সর্বশেষ তথ্য মতে, মনোনয়ন পত্র জমা করেছেন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা,স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টি (এরশাদ) মনোনিত প্রার্থী মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির প্রার্থী গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশ্যৈ প্রু মারমা, জাকের পার্টিও মোঃ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টিও মোঃ মোস্তফা, বাংলাদেশ কগ্রেসের মোঃ হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করেন। রাজনৈতিক নেতা কর্মীদের উপস্থিতিতে এলাকা ছিল সরগরম।
এফআর/অননিউজ