খাদ্যের সন্ধানে নড়াইলে ছুটে আসা একটি হনুমানের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নড়াইল প্রতিনিধি।।
খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে ছুটে আসা একটি হনুমানের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ৬টার দিকে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে ওই হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
প্রত্যক্ষদর্শি আর্টিস সাখি জানান, সকাল ৬টার দিকে সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে
এবং ঘটনাস্থলেই মারা যায়। প্রায় ২ বছর আগে ২টি হনুমান খাদ্যের সন্ধানে নড়াইলের লোকালয়ে চলে আসে। এরপর বিভিন্ন স্থানে ঘুরে ফিলে খাবারের যোগাড় করতো।
উৎসুক লোকজন ভালেেবসে হনুমান দুটিকে খাবার দিতো।
এ খবর পেয়ে নড়াইল বন বিভাগের ফরেষ্টার এসকে আব্দুর রশীদ ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত হনুমানটিকে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান ।
হনুমানটির ময়না তদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।