দীর্ঘ দেড় বছর পর দেশে এসেছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। মঙ্গলবার (২১ মার্চ) দিনগত রাতে লন্ডন থেকে তিনি ঢাকায় আসেন। বর্তমানে শর্মিলা রহমান গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করছে।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে দেখতে তিনি ঢাকায় এসেছেন। তিনি কয়েক দিন খালেদা জিয়ার সঙ্গে থাকবেন।
এর আগে, ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। সে সময়ও খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছিলেন তিনি।
প্রায় তিন মাস ঢাকায় অবস্থানের গত বছরের ১৬ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শর্মিলা।
ফরহাদ/অননিউজ