খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কায়কোবাদের সমর্থনে মুরাদনগরে উঠান বৈঠক
সাজ্জাদ হোসেন, মুরাদনগর:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থনে বিশাল এক উঠান বৈঠক আজ (শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে।
১৬নং ধামঘর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের নহল গ্রামবাসীর আয়োজনে ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক এই সভা অনুষ্ঠিত হয়। ‘ঘরে ঘরে কায়কোবাদ’ স্লোগানে মুখরিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন ও দুলাল সরকার, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, ও যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল, ধামঘর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রুহুল আমিন সেন্টু, বিএনপি নেতা বাচ্চু মিয়া, যুবদল নেতা রফিক মিয়া ও আল-আমিন, শ্রমিকদল নেতা ফজলু মিয়া, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক কবির আহম্মেদ, এবং সদস্য মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার মানুষের দুর্ভোগ নিয়ে আলোচনা করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা,দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।