বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নীলফামারীতে এক শোক ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী জেলা বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নীলফামারী জেলা শাখা।
সভাপতি প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল,বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণমানুষের আস্থার প্রতীক। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে গঠিত এই ফ্রন্ট তাঁর আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সদর উপজেলা শাখার আহ্বায়ক হিরম্ব কুমার রায় হিরু র সঞ্চালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব শুশিল রায় ধিরেশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মরণসভা শেষে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com