আড়াইবাড়ী দরবার শরীফের প্রধান খলিফা পীরে কামেল শাহ্সূফী হযরত মাওলানা আবদুল আজিজ (র:) প্রতিষ্ঠিত কুমিল্লার মুরাদনগর উপজেলার খুরুইল-বুটিয়াকান্দি দরবারের ৭৩তম ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে শুক্রবার ফজর নামাজের পর বিশেষ মোনাজের মাধ্যমে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন হয়।
মাহফিল উপলক্ষে হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে খুরুইল-বুটিয়াকান্দি দরবার। মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করেন, দরবার শরীফের পীর মাওলানা শাহ্ মোহাম্মদ ছলিম উল্লাহ। সার্বিক তত্তাবধানে ছিলেন, দরবার শরীফের পীর ড. শাহ্ মোহাম্মদ এনামুল হক আলÑআজহারী।
মাহফিলে বয়ান করেন, বাংলাদেশ মুসলিম লীগের জেনারেল সেক্রেটারী কাজী আবুল খায়ের। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রিয় সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান ভুইয়া, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু সাইদ মোল্লা, বগুড়া জেলার আহবায়ক মুফতী মাওলানা রফিকুল ইসলাম, কেন্দ্রিয় কমিটির সদস্য আবদুল খালেক, খুরুইল আলিম মাদরাসার সভাপতি আলমগীর, পায়ব হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম ফয়জুল ইসলাম প্রমুখ।
এর আগে খতমে কুরআন ও দু’আর মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, খতমে বুখারী, খতমে খাজেগান, খতমে দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।
বৃহস্পতিবার সকাল থেকে হাজার হাজার ভক্তের ঢল নামে খুরুইল-বুটিয়াকান্দি দরবারে। দুপুরেই বিশাল প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যায়। বিশাল প্যান্ডেল, মঞ্চসহ বিভিন্ন গ্যালারিতে মানুষের সমাগম বাড়তে থাকে। দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে ইছালে ছাওয়াব মাহফিলে অংশ নেয়।