খুলনার জেলার উপকূল অঞ্চল পাইকগাছা উপজেলায় উপকূল রক্ষার বেড়িবাঁধ ভেঙে প্রায় ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামে এই বাঁধে ভাঙন সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিনগর গ্রামের পাশেই রয়েছে ভদ্রা নদী। দুপুরের দিকে সেখানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২২ নং পোল্ডারের উপকূল রক্ষার বেড়িবাঁধ এর প্রায় ২০০ হাতের মতো ভেঙে যায়। এ সময় ওই পোল্ডারের অভ্যন্তরে থাকা ১৩টি গ্রামের মধ্যে পানি প্রবেশ শুরু করে।
প্লাবিত গ্রামগুলো হল- কালি নগর, গোপী পাগলা, তেলিখালী, সৈয়দখালী, খেজুরতলা, সেনের বেড়, হাটবাড়ি, ফুলবাড়ি, বাগীরদানা, দুর্গাপুর, দারুল মল্লিক, হাবিখোলা ও নোয়াই।
দেলুটি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার পলাশ রায় বলেন, ‘সকাল থেকে ওই স্থানে বাঁধে ভাঙন শুরু হয়। ভাটার সময় আমি স্থানীয় লোকজন নিয়ে বাঁধগুলো সংস্কারের চেষ্টা করছিলাম। দুপুরের দিকে জোয়ার ভরে গেলে কালিনগর গ্রামের বাঁধটি প্রায় ২০০ হাতের মত ভেঙে যায়। এরপর আমাদের ২২ নং পোল্ডারের অভ্যন্তরে থাকা ১৩টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। এখন গ্রামের সব চিংড়ি ঘের, বাড়িঘর ও গবাদি পশু পানিতে ভেসে যাচ্ছে।’
পানি উন্নয়ন বোর্ডের খুলনা পওর-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ‘বাঁধ ভাঙার খবর পেয়ে সেখানে ভেকু পাঠানো হয়েছে। এখন ভরা জোয়ারের কারণে কাজ করা যাচ্ছে না। ভাটা শুরু হলে সেখানে রিং বাঁধ দিয়ে জোয়ার মোকাবেলার চেষ্টা করা হবে।’
এর আগে চলতি বছরের ২৭ মে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে ২২ নং পোল্ডারের গোপী পাগলা গ্রামের বাঁধ ভেঙে এই ১৩টি গ্রাম প্লাবিত হয়েছিল।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24