খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি হয়েছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বাধীন গ্রুপ এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু গ্রুপের মধ্যে এ হাতাহাতি হয়।
উপস্থিত নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা মঞ্জু তার অনুসারিদের নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশের মঞ্চের সামনে অবস্থান নেন। এ সময় মঞ্চ থেকে গান ও কবিতা পরিবেশন করা হচ্ছিল। দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানেই ছিলেন। পরে সমাবেশের মঞ্চ থেকে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী মঞ্চের সামনের জায়গা থেকে হলুদ গেঞ্জি পরা কর্মীদেরকে পেছনে চলে যাওয়ার জন্য ঘোষণা দেন।
এ সময় তিনি লাল ও সবুজ ক্যাপ পরা নেতাকর্মীদেরকে মঞ্চের সামনের জায়গায় চলে আসার নির্দেশনা দেন। ওই সময় বিএনপির বর্তমান কমিটির অনুসারীরা মঞ্চের সামনের দিকে চলে এলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি হয়। এতে বেশ কয়েজকজন নেতাকর্মী আহত হন। একপর্যায়ে বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে পেছনে সরে যান।
এফআর/অননিউজ