চট্টগ্রামের খুলশিতে নির্মাণাধীন ভবনের লিফট থেকে বর্ষা আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির পরিবার চার মাস ধরে খুলশির কুসুমবাগ আবাসিক এলাকার বসবাস করছে। তাদের গ্রামের বাড়ি যশোরের সৈয়দপুর এলাকায়।
খুলশি থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, দুর্ঘটনাবশত এই মৃত্যু হতে পারে। বৃহষ্পতিবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
ফরহাদ/অননিউজ