ফেনীর সোনাগাজীতে বাদশা ফয়সাল (৩৫) নামে এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল ছয়টায় সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের ডাকবাংলা পেট্রলপাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিজি বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে এবং মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন কর্মকর্তা।
পুলিশ ও নিহতের পারিবার জানায়, বাদশা কয়েক দিন যাবৎ সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা থেকে গাছিদের কাছ থেকে রস সংগ্রহ করে ফেনী ও সোনাগাজী উপজেলার বিভিন্ন ব্যক্তিদের কাছে বিক্রি করে আসছেন।
প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালেও মুহুরী প্রজেক্ট থেকে রস সংগ্রহ করে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com