রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) বেলা ১১টার দিকে নড়াইল নড়াইল প্রেসক্লাব চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রায় আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক সুজন নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস,এ মতিন, সাধারন সম্পাদক মাহফুজ রহমান লাবু প্রমুখ। এ সময় সুজন নড়াইল জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সুষ্ট নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার জোর দাবি জানান।