ময়মনসিংহের গফরগাঁওয়ে বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের আমন মৌসুমের অ্যারাইজ এজেড- ৭০০৬ জাতের ধানের বাম্পার ফলন উপলক্ষে উপজেলার মশাখালি ইউনিয়নের বলদী গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের টেরিটরি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের গফরগাঁও উপজেলার পরিবেশক আব্দুল হাকিম মাসুদ, উপসহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম আকন্দ, তানিয়া রহমান, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান লাল, বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের রিটেইলার শরীফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের অ্যারাইজ এজেড- ৭০০৬ জাতের ধান চাষ খুবই লাভজনক। এটি চাষে তুলনামূলক সময় কম লাগে। এতে বিঘা প্রতি ফলন হয়েছে প্রায় ২৮ মন। মাঠ দিবসে বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের অ্যারাইজ এজেড- ৭০০৬ জাতের ধান চাষ করে লাভ পাওয়া দুই জন কৃষক আব্দুল হেলিম ও রইছ উদ্দিন বক্তব্য রাখেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।