কুমিল্লার দেবীদ্বারে জমে উঠেছে ঈদ বাজার। উপজেলা সদরের বিভিন্ন মার্কেটগুলোতে দেখা গেছে, তিব্র গরম উপেক্ষা করেই বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত, পোশাকের শো-রুম, বিপণিবিতান ও প্রসাধনীসহ নিত্যপণ্যের দোকানগুলোয় ঈদ যত ঘনিয়ে আসছে বাড়ছে ক্রেতাদের ভিড়।
শপিংমলগুলোর পাশাপাশি ফুটপাতেও বেচা-কেনা জমজমাট। ভ্যান ও চৌকিতে নানান রঙের ও নানান ডিজাইনের বাহারি পোশাক বিক্রি করছে তারা। যে-যার সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক কিনছেন এখান থেকেও।
উপজেলা শহরের কালাচাঁন মার্কেটে, ঈদের কেনা-কাটা করতে আসা আজাদ-রুনা দম্পতি জানায়, গত কয়েক বছরের তুলনায় এবার পোশাক ও প্রসাধনীর দাম একটু বেশি। যতটা বাজেট নিয়ে এসেছে এর কয়েক গুণ বেশি খরচ হয়েছে। তাও পছন্দের অনেক কিছুই বাদ পরেছে।
বঙ্গবন্ধু সুপার মার্কেটের দুয়েক জন বিক্রেতা জানায়, বাজারে নিত্যপণ্যসহ সবকিছুর দাম বৃদ্ধির কারনে এবার ক্রেতারা একটু ভেবেই কেনাকাটা করছেন। অন্যান্য বারের মতো এবারের ঈদেও তরুন-তরুণীসহ নারীদের প্রধান আকর্ষণ নতুন কালেকশনের দিকে। তবে গরমের কারনে আরামদয়ক পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।
ভূঞঁয়া টাওয়ারের সামনের ফুটপাতে পোশাক বিক্রেতা মো. জাহের জানায়, কাপড়ের দাম বাড়ায় মানুষের চাহিদা আগের চেয়ে কমেছে। সে’বারের মত এ’বার তাদের বিক্রি ভালো হচ্ছেনা।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com