শনিবার (২৮ এপ্রিল) সকাল থেকেই কুমিল্লা নগরীর বাদশামিয়া বাজার, শাসনগাছা ও রেলস্টশন রোড তৃষ্ণা মেটানোর' জন্য বিনামূলে ঠান্ডা শরবত খাওয়ান কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সদস্যরা। তাপদাহের কারণে দিশেহারা হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। রাস্তায় জ্যামজটের কারন এবং প্রচন্ড তাপে ঘামিয়ে ক্লান্ত হয়ে পরছে মানুষ। একটু স্বস্তি দেয়ার আশায় শরবতের গ্লাস হাতে নিয়ে যাচ্ছেন তাদের কাছে । রিকশা চালক, সিএনাজ চালক যাত্রীসহ পথচারীদের দেয়া হচ্ছে শরবত। খাওয়ার স্যালাইন, ঠান্ডা পানি, লেবু ও চিনির সঙ্গে বরফ একত্রিত করে এ শরবত তৈরি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র, কাউন্সিল কাউছারা বেগম সুমি, ৩নং ওয়ার্র্ড কাউন্সিল সরকার মাহমুদ জাবেদ। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম এর সাধাণ সম্পাদক আশিকুর রহমান আশিক,যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমনসহ সংগঠনের সদস্যরা।
এফআর/অননিউজ