চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরুর শিংয়ের আঘাতে করিমুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কলাবাড়ি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত করিমুল ইসলাম একই গ্রামের মৃত সাদের আলী মণ্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে বাড়ির গোয়ালঘরে গরু উঠাচ্ছিলেন করিমুল। এ সময় গরুটি শিং দিয়ে তার শরীরে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই করিমুল মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।