গর্ভবতী মা ও কিশোরীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে গর্ভবতী মা ও কিশোরীদের বিনামূল্যে বিভিন্ন ধরনেরই রোগের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে আসছেন বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার দিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যমে স্থানীয় এলাকার রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষুধ প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন ইউএনএফপিএ প্রতিনিধি মো.আতাহার আলী।

এসময় তিনি স্বাস্থ্যসেবা নিতে আসা উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, যাতে কোন গর্ভবর্তী মা যেন বাসা বাড়ীতে অদক্ষ ধাত্রী দিয়ে সন্তান প্রসব না করান। সে পরামর্শ দেন। এছাড়া সরকার প্রতিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র, স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে দক্ষ মিডওয়াইফ নিয়োগ দিয়েছেন। যেখানে ২৪ ঘন্টা ডেলিভারী করানো হয়। যা সর্ম্পূন বিনামূল্যে। যারা ক্লিনিকে এসে ডেলিভারী করান তারা একসেট বেবি কিট দেয়া হয়। তাই তিনি নিরাপদ প্রসবের জন্য সকল গর্ভবতী মা’ দের স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য ক্লিনিকে সন্তান প্রসব করানো পরামর্শ দেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ তাপস সাহা, মেডিকেল অফিসার ডাঃ অনুচিং মারমা, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডাঃ সুইউক্রই মারমা।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬৩ নং কমলছড়ি মৌজার হেডম্যান কংজ চৌধুরী, ২নং কমলছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য বিপুল চাকমা, গ্রীন হিলের প্রকল্প কর্মকর্তা তরুন দেওয়ান , গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রুপান্ত চাকমা প্রমুখ।

উক্ত মেডিকেল ক্যাম্পে কমলছড়ি বিভিন্ন এলাকার প্রায় দুইশতাধিক কিশোরী ও গর্ভবতী মা’কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।

মূলত দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।

আরো দেখুনঃ