মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামে এক বালু ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তি পোড়াপাড়া গ্রামের খেদের মণ্ডলের ছেলে লাল্টু মিয়া (২৫)। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় বালু ভরাটের উদ্দেশ্যে বাঁশবাড়ীয়া গ্রামে যায় লাল্টু মিয়া। চিতলা গ্রামের একটি পুকুর থেকে মাটি নিয়ে ট্রাক্টর ট্রলিতে বাঁশবাড়ীয়া গ্রামের নির্মাণাধীন ভবন ভরাট চলছিল। কিন্তু বুধবার ভোরে পথচারীরা তার মরদেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পরিবার।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তদন্ত করে ঘটনার রহস্য উন্মোচন করা হবে।
এফ্যআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com