গাজায় অ্যাম্বুলেন্স ও স্কুলে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৪ নভেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গাজা শহরের আল-শিফা হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের হামলায় ১৫ জন এবং একটি স্কুলে হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। স্কুলটিতে বাস্ত্যুচূত হওয়া নাগরিকরা আশ্রয় নিয়েছিল।
অ্যাম্বুলেন্সে হামলার দায় স্বীকার করে ইসরায়ালের দাবি, হামাস সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাই তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৯ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে প্রায় ছয় হাজার শিশু ও নারী। অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com