গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে ড্রোন হামলা, বাইডেনের ক্ষোভ

অনলাইন ডেস্ক।।

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহতের ঘটনায় দ্রুত তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।

সোমবার গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে ড্রোন হামলায় নিহত ৭ জনের মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিক, বাকিরা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের নাগরিক।

এ ঘটনার পর ক্ষোভ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এ হত্যাকান্ড গ্রহণযোগ্য নয় বলে জানান। তলব করেছে ইসরায়েলি রাষ্ট্রদূতকে।

এ ঘটনায় এরইমধ্যে ক্ষমা প্রার্থনা করেছে ইসরায়েল। তাদের দাবি, এ হামলা ইচ্ছাকৃত ছিলো না।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ