গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহতের ঘটনায় দ্রুত তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।
সোমবার গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে ড্রোন হামলায় নিহত ৭ জনের মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিক, বাকিরা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের নাগরিক।
এ ঘটনার পর ক্ষোভ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এ হত্যাকান্ড গ্রহণযোগ্য নয় বলে জানান। তলব করেছে ইসরায়েলি রাষ্ট্রদূতকে।
এ ঘটনায় এরইমধ্যে ক্ষমা প্রার্থনা করেছে ইসরায়েল। তাদের দাবি, এ হামলা ইচ্ছাকৃত ছিলো না।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com