গাজীপুরের কালিয়াকৈরে একটি রড বোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অগ্নিদগ্ধ হয় ট্রাকটির চালক সাইফুল।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে একটি ট্রাক রাজশাহী যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের খাড়াজোড়া ফুটওভারব্রিজের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুনে ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছেন ট্রাকের চালক সাইফুল ইসলাম। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ আকবর আলী খান জানান, একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ট্রাকের চালক সাইফুল ইসলাম দগ্ধ হয়েছেন।
এফআর/অননিউজ