গাজীপুরে চলন্ত বাস ও পণ্যবোঝাই ট্রাকে আগুন

গাজীপুরের জিরানীতে একটি চলন্ত বাস ও চন্দ্রায় খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছালে বাসের ভেতরের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে।

এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভায়। আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।

গাজীপুরের কাশিমপুর কোনাবাড়ি যোনের এসি মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীবেশে যারা বাসে আগুন দিয়েছে তাদের আটক করতে পুলিশ চেষ্টা করছে।

এদিকে, খড় বোঝাই একটি ট্রাক গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় পৌঁছালে ট্রাকে রাখা খড়ে আগুন দেয়া হয়। ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, আগুনে ট্রাকে রাখা খড় পুড়ে গেছে। তবে ট্রাকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ