গাজীপুরে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৫ জুলাই) কোনাবাড়ীর থানার ওসি আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টায় মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেত্রকোণার কেন্দুয়া থানার গন্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী রোজিনা আক্তার বিপাশা (২৫) ও আশা আক্তার (২৩)। তারা স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, বিপাশা ও আশা শনিবার সকালে বাইমাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান। পরে তারাসহ অনেকেই গেটের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এ সময় কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপাশা নিহত ও আশাসহ দুজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশাকে মৃত ঘোষণা করেন।
ওসি আশরাফ উদ্দিন বলেন, এ ঘটনার খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ