গাজীপুরের কাশিমপুরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করছে পুলিশ। আটককৃতের নাম মো. জাহিদুল ইসলাম। গোপন সাংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃতের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ম্যাগাজিন, চাইনিজ কুড়াল ও বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলেন, কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। এসময় একই একজন পালিয়ে যায়।
রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহম্মেদ।
ফরহাদ/অননিউজ