গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহবুবে খোদা অপরাধ উত্তর বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেষ্ট উপহার পেয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা গত ২৯/০৭/২০২০ইং তারিখে কাশিমপুর থানায় জয়েন্ট করেন, একাদিক ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেন, মাদক কারবারি শত শত কোটে চালান করেন। করোনাভাইরাসে হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, প্রতিদিন মাক্স বিতরণ করেছেন,।
গেল মাসে ক্লু লেন্স হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে প্রশংসা অর্জন করেন। মাদক, নির্মূল, সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধারসহ অনেক অর্জন করেছেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এছাড়া ও শ্রেষ্ঠ এস আই হিসাবে সম্মাননা ক্রেষ্ট লাভ করেন দীপঙ্কর রায়, জানাগেছে তিনি মাদক ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করতে পারদর্শী। আগস্ট মাসের সকল অর্জন অনুযায়ী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মাহবুবে খোদা ও এস আই দীপঙ্কর রায় এ সম্মাননা পান । এজন্য শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে জাকির হাসান,উপ পুলিশ কমিশনার, অপরাধ উত্তর বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন এ অনুষ্ঠানের আয়োজন করেন।আগস্ট মাসের পারফরম্যান্স অনুযায়ী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করেন এবং তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।
কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, সততা ও নিষ্ঠার সাথে জনগণের বন্ধু হিসেবে চেষ্টা করে যাচ্ছি।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24