খাগড়াছড়ির ‘তৃণমূল উন্নয়ন সংস্থার’ গুইমারা উপজেলার সহযোগি ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ২ নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা’ তৃণমূল উন্নয়ন সংস্থার’ সহযোগি সংগঠন উপজেলা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গুইমারা উপজেলায় ৩ ইউনিয়নের ৩০ জন ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৃণমূল উন্নয়ন সংস্থার মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার তুহিন চাকমা, আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট চিংথৈউ মারমা, আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সদস্য সাহ্লাপ্রু মারমা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা : প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধের জন্য আইন ছাড়াও আমাদের প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে পারবে। যার মাধ্যমে নারী পাবে সহিংসতার প্রতিকার। গড়ে উঠবে সহিংসতামুক্ত একটি সুন্দর সমাজ। সহিংসতা প্রতিরোধে নারীদেরও সোচ্চার হতে হবে। নারীদের কথা বলতে হবে নিজের অধিকার আদায়ে।
এফআর/অননিউজ