খাগড়াছড়ির পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ির সদরে গুগড়াছড়ি মারমা যুব সমাজের উদ্যোগে মহান সাংগ্রাই উদযাপন উপলক্ষে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বলি খেলা, লটারী ড্র ও সন্ধ্যা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গুগড়াছড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিতলা সাব জোনের জোন অধিনায়ক ক্যাপ্টেন মোঃ মেজবাহ উল-মুহিত।
গুগড়াছড়ি মারমা যুব সমাজ লাকী কূপন উদযাপন কমিটির আহবায়ক আনুমং মগ সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ১নং খাগড়াছড়ি সদর ইউপি আম্যে মারমা, ১নং সদর ইউপি চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, মহিলা সদস্য চন্দনা ত্রিপুরা, সাবেক মেম্বার উজাই মারমা, মংঞো মারমা, এতে গুগড়াছড়ি মারমা যুব সমাজ লাকী কূপন উদযাপন কমিটির সদস্য সচিব ও খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ক্যজাই মারমা উপস্থাপনায় মহান সাংগ্রাই উদযাপন উপলক্ষে বিভিন্ন পুরস্কার বিতরণ হয়।
এর আগে বলি খেলা হয়, বলি খেলায় খাগড়াছড়ির ১৬ বলি অংশগ্রহন করেছে। প্রথম হয়েছে সুনামধন্য বলি সৃজন চাকমা। পরে রাঙ্গামাটি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com