গুণী লেখক ও লোক সাহিত্য সংরক্ষণের অবদানকারী নোয়ারাম চাকমার ১শত ২ তম জন্মবার্ষিকী পালন

খাগড়াছড়ি প্রতিনিধি।।

নিজস্ব জাতিকে বিকশিত করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন আজীবন নোয়ারাম চাকমা। সমাজের গুণী লেখক ও লোক সাহিত্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ অবদানকারী ব্যক্তি নোয়ারাম চাকমার ১শত ২ তম জন্ম বার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট আয়োজনে সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধান আলোচক ছিলেন দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছছুদ আহমেদ।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য যতিনন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজে অবসর প্রাপ্ত অধ্যক্ষ মধু মঙ্গল চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সাধারণ সদস্য আর্যমিত্র চাকমা, আনন্দ মোহন চাকমা, লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা।

বক্তরা বলেন, তার চিন্তা চেতনা, দূর দর্শিতা কারণে চাকমা ভাষা, সংস্কৃতি এগিয়ে গেছে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত উপপরিচালক জিতেন চাকমা।

আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ