এক সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিশতা লাবনী সীমানা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে সীমানার ম্যাসিভ স্ট্রোক হয়। এরপর থেকে হাসপাতালে ভর্তি আছেন তিনি।
রোববার (২৬ মে) তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।
সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন ছিলেন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান আছে।
তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গত বছর ‘রোশনী’ নামের একটি ছবিতে তিনি অভিনয় করেছেন।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24