রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবোর একটি বাসা থেকে শামীমা (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শামীমার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চুনকুড়ি গ্রামে। তিনি ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, গত একমাস আগে শামীমার বিয়ে হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তার বড় বোন ফাতেমা তাকে ঢাকায় নিয়ে আসেন। পরে গত ৬ জুন একটি বাসায় গৃহকর্মীর কাজের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। শুক্রবার ওই বাসার গৃহকর্তা কাজের জন্য বাইরে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান ড্রয়িং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন শামীমা। এরপর আমাদের কাছে খবর এলে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
এফআর/অননিউজ