দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী স্বামীর কাছে গোপন ভিডিও প্রকাশের হুমকি দেওয়ায় স্বর্ণালী(২১) নামে এক প্রবাসীর স্ত্রী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার ভোষনা গ্রামে মঙ্গলবার দিবাগত মধ্য রাতে এই ঘটনা ঘটে। নিহতের মা হালিমা বেগম জানান, ভোষনা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সুলতান মিয়া সাথে দীর্ঘদিন সুদের কারবার ছিলো তার মেয়ের। সুলতানের কাছে পেতেন ৫ লক্ষ টাকা। সাম্প্রতিক সময়ে তার মেয়ে পাওনা টাকা চেয়েছিল সুলতানের কাছে। এ নিয়ে সৃষ্টি হয় মতবিরোধ। এক পর্যায়ে স্বর্ণালীর গোপন ভিডিও প্রবাসী স্বামীর কাছে প্রকাশ্যের হুমকি দেওয়ায় ভয়ে তার মেয়ে আত্মহত্যার করেছে।
নিহতের বড় বোন হাবিবা জানায়, লম্পট সুলতান আমার প্রবাসী স্বামীকেও লোভ দেখিয়েছে। আমার স্বামী জানিয়েছে, আমি যদি আমার মায়ের কাছ থেকে টাকা ও সম্পদ না এনে দেই আমাকে নিয়ে সংসার করবে না। পরে এই বিষয়টা মীমাংসা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সুলতান মিয়া সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে সে পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এসকেডি/অননিউজ