গোবিন্দপাড়ায় উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে-গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি কালাম

আবু বাককার সুজন।।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, গোবিন্দপাড়া ইউনিয়নের অবহেলিত রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে। কারণ সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে বাগমারার ১৬ টি ইউনিয়নের মধ্যে গোবিন্দপাড়া ইউনিয়নবাসী নৌকা প্রতীকে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। এ জন্য এই ইউনিয়নবাসীর প্রতি আমি চিরকৃজ্ঞ।

রোববার গোবিন্দপাড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আ.লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহিয়া-মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে গোবিন্দপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিজন সরকারের সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আ.লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর মৃধা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি এ্যাডভোকট মাষ্টার আব্দুল মজিদ, গোবিন্দপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলম বাবু, সাধারণ সম্পাদক কছিমুদ্দিন প্রামানিক, সাবেক সভাপতি মাষ্টার আক্তারুজ্জামান বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম শেখ, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলবর রহমান, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সহকারি শিক্ষক শাহিদা আলম, তরুণলীগ নেতা এনামুল হক, ইউপি সদস্য আফজাল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ, আসাদুজ্জামান ও আবু সাইদ প্রমূখ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ